টিকা নিয়ে অসুস্থবোধ করছি না: ডিএমপি কমিশনার

টিকা নিয়ে অসুস্থবোধ করছি না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক ; করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর কোনো ধরনের অসুস্থবোধ করছেন না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অতিরিক্ত কমিশনাদের সঙ্গে নিয়ে করোনার টিকা নেন ডিএমপি কমিশনার। টিকা নেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশ টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে। করোনা যুদ্ধে ডিএমপির ২৭ জন পুলিশ সদস্য মারা গেছেন। অন্য সাধারণ মানুষের মতো আমাদেরও অর্থাৎ বিশেষ করে আমাদের নিচের স্তরের পুলিশ সদস্যদের মধ্যে সংশয় ছিল করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে। টিকার বিষয়ে সংশয় দূর করার জন্য ডিএমপির সিনিয়র কমান্ড অর্থাৎ আমিসহ আমার সব অতিরিক্ত কমিশনাররা আজকে সবার সামনে করোনার টিকা নিয়েছেন। যাতে ভীতি কেটে যায়, করোনার টিকা নিলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তো আমরা কেউই টিকা নিতাম না। করোনার টিকা নিয়ে অসুস্থবোধ করছেন না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, আমরা টিকা নিয়ে কেউ অসুস্থবোধ করছি না। টিকা নেওয়ার আগে অনেকে বলেছে স্যার ১০ থেকে ১৫ মিনিট মাথা ঘুরতে পারে। আসলে এটা মানসিক বিষয় মানসিকভাবে প্রস্তুত থাকলে কোনো কিছুই হবে না। করোনার টিকা আর চার পাঁচটা টিকার মতোই একটি টিকা। আমি সবাইকে বলব আপনারা টিকা নেন। কারণ করোনা একটি প্রাণঘাতী রোগ। এটা থেকে বাঁচতে আমাদের টিকা নেওয়া জরুরি। বিজ্ঞানীরা করোনা প্রতিরোধের একটি ব্যবস্থা আবিষ্কার করেছেন, তাহলে সেটি আমরা কেন নেব না। পৃথিবীর ২০-২২টি দেশের মধ্যে বাংলাদেশ একটি দেশ যারা করোনার টিকা পেয়েছে। প্রধানমন্ত্রী প্রচেষ্টায় এ অল্প দেশের মধ্যে আমরা রয়েছি। আমার মনে হয়, আমরা সবাই নির্ভয়ে, নির্দ্বিধায় টিকা নিতে পারি। এখানে পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো ভয় নেই। ডিএমপির প্রায় ৮ হাজার পুলিশ সদস্য এরইমধ্যে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে বাকি সদস্যরাও রেজিস্ট্রেশন করছেন। প্রতিদিন ৪০০ জন ডিএমপির সদস্য টিকা গ্রহণ করবেন। এ ৪০০ জনের সবাই যে একসঙ্গে টিকা নেবেন এ রকম না, অনেকে হয়তো ভাববেন যে আমি এক সপ্তাহ পরে নেব এমনও হতে পারে। এ সময় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তারসহ অন্য ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা