সবজির দাম কমলেও চাল মুরগির দাম ঊর্ধ্বগতি

সবজির দাম কমলেও চাল মুরগির দাম ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক : টানা দুই সপ্তাহ চালের দাম নিম্নমুখী থাকার পর পুনরায় বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে তবে কমেছে শীতকালীন সবজি ও পেঁয়াজের দাম। সবচেয়ে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, আলু, টমেটো, শিম, বেগুন, ফুলকপি ও বাঁধাকপিসহ অধিকাংশ সবজির দাম সপ্তাহের ব্যবধানে কেজি বা পিস প্রতি কমেছে ৫ থেকে ১০ টাকা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যে সরু চালের কেজি ছিল ৫৫ টাকা এখন সেই চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা দরে। আর ৫০ টাকা কেজি দরে মাঝারি চাল বিক্রি হচ্ছে ৫২ টাকায়। ধরন ভেদে মোটা চাল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকা দরে। সপ্তাহ বেঁধে গড়ে মোটা চালের দাম কেজিতে দুই টাকা ও চিকন চালের দাম কেজিতে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাল সরবরাহ কমতি থাকায় এই সপ্তাহের চালের দাম বেড়েছে। চাল সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে। সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে। খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হয়েছে ১১২ থেকে ১১৬ টাকায় ও বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৫০ টাকায়। তবে বোতল জাত ৫ লিটার সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে। মাছের দাম অপরিবর্তিত থাকলেও মাংসের দাম কিছুটা বেড়েছে। আকার ভেদে রুই কাতলা মাছ প্রতি কেজি ২০০ থেকে ৩৫০ টাকা, ইলিশ মাছ প্রতি পিস ৫০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। বয়লার মুরগির দাম কেজিতে ৫ টাকা বেড়ে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৫৫০ থেকে ৫৮০ টাকায় খাসির দাম ৭৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার টিসিবির মাধ্যমে খোলাবাজারে মোটা চাল প্রতি কেজি ৩০ টাকা ও বিদেশি পেয়াজ ১৫ টাকা দরে নিম্নআয়ের মানুষের নিকট বিক্রি করছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুঁজিবাজারে সূচকের বড় পতন

পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো দ্রুত সরানোর সুপারিশ