সুচিকে নিয়ে সরকারি প্রতিক্রিয়া আসছে

সুচিকে নিয়ে সরকারি প্রতিক্রিয়া আসছে
ঢাকা: মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শাসক দলের শীর্ষ কয়েকজন নেতাকে আটকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া দেওয়া হবে।  সোমবার ( ১ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলানিউজকে এ তথ্য জানান।মিয়ানমারের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, একটু অপেক্ষা করুন। আমরা এ বিষয়ে প্রেস নোট পাঠাচ্ছি।প্রসঙ্গত, সোমবার (০১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর এক ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ নেতাদের আটক করা হয়।এদিকে, রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শাসক দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটকের পরেই ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সেদেশের সেনাবাহিনী। সোমবার ভোর থেকেই নেপিডোতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়। সে কারণে অনেক খবরই পাওয়া যাচ্ছে না। সূত্র: এএফপি

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া