মিয়ানমারে সেনা অভ্যুত্থান: বিক্ষোভের আহ্বান সু চির

মিয়ানমারে সেনা অভ্যুত্থান: বিক্ষোভের আহ্বান সু চির

অনলাইন ডেস্ক : মিয়ানমারে নির্বাচিত সরকারকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে আগামী এক বছরের জন্য ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে এই অভ্যুত্থান মেনে না নিয়ে দেশটির সাধারণ নাগরিকদের বিক্ষোভের আহ্বান জানিয়েছেন অং সাং সু চি।মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি পার্টি আজ সোমবার এক বিবৃতি এ কথা জানিয়েছে। দলটি বলছে, ‘সশস্ত্র বাহিনীর এই পদক্ষেপ দেশকে আবারও স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে।’

বিবৃতিতে অং সাং সু চির বরাতে বলা হয়েছে, ‘আমি জনগণকে এটি মেনে না নেয়ার আহ্বান জানাচ্ছি। তাদের প্রতিক্রিয়া জানাতে এবং আন্তরিকভাবে এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছি।’এর আগে সোমবার মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি সহ ক্ষমতাসীন দলের সিনিয়র নেতাদের গ্রেফতার করে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে তারা জরুরি অবস্থা ঘোষণা করে। এরই মধ্যে আমেরিকা ও অস্ট্রেলিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এর পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও এর প্রতিবাদ জানান।অন্যদিকে, বাংলাদেশ, ভারতসহ আরও কয়েকটি দেশ মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ঘটনার বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে। এই দেশগুলোর তরফে বলা হয়েছে, তারা আশা করছেন সামরিক বাহিনী সংবিধানের আলোকে পরিচালিত হবেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন