রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে চীন

রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে চীন
ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের পাশে থাকবে চীন।  সোমবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে চীনা রাষ্ট্রদূত এ কথা বলেন।চীনা দূতাবাস সোমবার রাতে জানিয়েছে, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষতে রোহিঙ্গা ইস্যু এবং আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আলোচনা করেন।  রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান ও এই অঞ্চলে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারকে সমর্থন অব্যাহত রাখবে বলে জানান লি জিমিং।রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে চীনের মধ্যস্থতায় মঙ্গলবার (১৯ জানুয়ারি) ত্রিপক্ষীয় বৈঠক শুরু হচ্ছে।বাংলাদেশ, মিয়ানমার ও চীনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন। এ বৈঠক সামনে রেখে চীনা রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেওয়া শুরু

ফরিদপুরে ৮ জনের মনোনয়নপত্র বাতিল