সিনহা হত্যার ঘটনায় গণশুনানি

সিনহা হত্যার ঘটনায় গণশুনানি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত দলের গণশুনানির কার্যক্রম শুরু হয়েছেরোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় টেকনাফের মেরিন ড্রাইভের পাশে বাহারছড়া শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিআইসির কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। এদিকে, গণশুনানির খবর পেয়ে শত শত লোক কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। শেষ পর্যন্ত গণশুনানিতে ২৫ জন সাক্ষী হিসেবে নথিভুক্ত হয়েছেগণশুনানিতে উপস্থিত রয়েছেনতদন্ত দলের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন লে. কর্নেল সাজ্জাদ হোসেন, এডিএম মো. শাহাজান আলীউল্লেখ্য, গত জুলাই ভ্রমণবিষয়ক ভিডিওচিত্র ধারণ করতে কক্সবাজার আসেন সিনহা মো. রাশেদ খান। সময় তার সঙ্গে শিপ্রা দেবনাথ, সাহেদুল ইসলাম সিফাত তাসসিন রিফাত নুর নামে আরও জন ছিলেন। ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু