ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনাকালে অনেক অভিবাসী কাজ হারিয়েছে। অনেকে সমস্যায় পড়েছে।
তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।মঙ্গলবার (৫ জানুয়ারি) গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) আয়োজিত ভার্চ্যুয়াল ফোরামে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।১৩তম জিএফএমডির সামিট সামনে রেখে প্রস্তুতিমূলক ভার্চ্যুয়াল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোমেন। বৈঠকে তিনি বলেন, করোনাকালে অনেকেই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, অভিবাসীদের সামাজিক ও আইনগত সুরক্ষা দিতে হবে।বৈঠকে রোহিঙ্গা সংকট তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়েছে। এছাড়া জলবায়ু ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সে কারণে বাংলাদেশ এসব সমস্যা এককভাবে সমাধান করতে পারবে না। চলতি বছর এসব সমস্যাকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি জিএফএমডির প্রতি আহ্বান জানান।