চেক প্রতারণার ১২ মামলায় সাজা, ব্যবসায়ী গ্রেফতার

চেক প্রতারণার ১২ মামলায় সাজা, ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম: চেক প্রতারণার ১২টি মামলায় সাজাপ্রাপ্ত আবুল আনোয়ার (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ব্যবসায়ী আবুল আনোয়ারের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ১২টি মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে।

গ্রেফতার আবুল আনোয়ার সাকিন গোল্ডেন বেঙ্গল ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেডের মালিক বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন  জানান, চেক প্রতারণার ১২টি মামলায় সাজাপ্রাপ্ত আবুল আনোয়ারকে মুরাদপুর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় তিনটি, চকবাজার থানায় ছয়টি ও চাঁন্দগাও থানায় তিনটি সাজা পরোয়ানা রয়েছে। আদালতে সাজা হওয়ার পর থেকে ছদ্মবেশ ধারণ করে পলাতক ছিলেন তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা