পাঁচ বিশিষ্ট নারী পেলেন বেগম রোকেয়া পদক

পাঁচ বিশিষ্ট নারী পেলেন বেগম রোকেয়া পদক

পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই পদক প্রদান করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পদক প্রদান করেন। এ সময় অনলাইনের মাধ্যমে গণভবন থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্রধানমন্ত্রী।পদকপ্রাপ্ত নারীরা হলেন- নারী শিক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের জন্য কর্নেল ডা. নাজমা বেগম, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির জন্য নারী নেত্রী বেগম মুশতারী শফী ও নারী অধিকারে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রামেক ছাত্রলীগের ১৫ নেতার সাজা

আবাসিক সুবিধাবঞ্চিত ববির ৭৭ শতাংশ শিক্ষার্থী