বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা-রাজনীতি চলে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা-রাজনীতি চলে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো রকম সমালোচনা, কোনো রকম রাজনীতি চলে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অফগ্রিড চরাঞ্চলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে আনাচে-কানাচে বিশেষ করে অবহেলিত যে জনগোষ্ঠী তাদের ঘর কীভাবে আলোকিত করা যায় এই মুজিববর্ষের মধ্যে সেই ব্যবস্থাই প্রধানমন্ত্রী আমাদের করে দিচ্ছেন। নেসকোর কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা নিজেদের অর্থে খুবই অবহেলিত চর এলাকায় বিদ্যুতায়ন করছে। এটা একটা বিরাট উদ্যোগ। আমি মনে করি বিদ্যুৎ বিভাগের সবগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে আপনারা চ্যাম্পিয়ন হলেন। আপনারা সরকারের অর্থের জন্যও বসে ছিলেন না। শেখ হাসিনার জন্য আজকে আপনাদের বাড়ি আলোকিত হচ্ছে। অনেক ধরণের ষড়যন্ত্র প্রধানমন্ত্রীকে মোকাবিলা করতে হচ্ছে। এই সকল ষড়যন্ত্রের মধ্যে থেকেও প্রচণ্ডভাবে ধীর স্থির থেকেও সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘর আলোকিত করছেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে আমাদের জাতির জনক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এক বিশাল বিস্ময়। সারা বিশ্বে গর্বের একটা বিষয়, আমাদের জাতির জনকের নেতৃত্বে যে বাংলাদেশ আমরা পেয়েছি। তিনি বলেন, বঙ্গবন্ধুকে যারা অপমান করার জন্য, নিগৃহীত করার জন্য ষড়যন্ত্র করছে, এই দেশের প্রত্যেকটি জনগণের রুখে দাঁড়ানো উচিত। এই কারণেই সারাদেশে প্রতিবাদ সভা হয়েছে। কেবল প্রতিবাদই নয়, রুখে দাঁড়িয়েছে তারা। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, এটা আমাদের সাংবিধানিক কর্তব্য। এই বিষয়টি আপনারা খেয়াল করবেন। জাতির জনক মানে আমাদের অস্তিত্ব। এই বিষয় নিয়ে কোনো রকম সমালোচনা, কোনো রকম রাজনীতি চলে না। আমি জনগণকে ধন্যবাদ জানাই। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নৌকার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন। নৌকা থাকলে দেশের উন্নয়ন হবে, আমাদের অস্তিত্ব থাকবে, দেশের উন্নয়ন হবে, ঘরের উন্নয়ন হবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, মুজিববর্ষে আমরা বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করলাম। যেটা ২০২১ সালের মধ্যে করার কথা ছিল। এক বছর আগেই আমরা ২৪ মেগাওয়াটের সক্ষমতা অর্জন করেছি। অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মোতাহার হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, নেসকোর চেয়ারম্যান হুমায়ূন কবীর ও ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য দেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: খুরশিদ আলম