ফিলিস্তিনি ভূখণ্ডে আরও হাজার হাজার বসতি স্থাপনের পথে ইসরায়েল

ফিলিস্তিনি ভূখণ্ডে আরও হাজার হাজার বসতি স্থাপনের পথে ইসরায়েল

অনলাইন ডেস্ক : অবৈধভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিত তীরে ইসরায়েল বসতি স্থাপন করেই যাচ্ছে। দেশটি আন্তর্জাতিক চাপ কিংবা আইনের কোনো তোয়াক্কা করছে না। এরইমধ্যে আরও চারটি অবৈধ ইহুদি বসতি নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে তেল আবিব।ইসরায়েলের দখলদারি কার্যক্রমের শেষ এখানেই নয়, জেরুজালেম আল-কুদস শহরের উত্তরে আরও নয় হাজার ইউনিট বসতি নির্মাণের পরিকল্পনা চলছে। ইসরায়েল ও ফিলিস্তিনের গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে পার্সটুডে।ইসরায়েলের চ্যানেল ইলেভেনের বরাত দিয়ে ফিলিস্তিনের মা’আন সংবাদ সংস্থা জানিয়েছে, জেরুজালেম আল-কুদস শহরের পৌরসভা সেখানে ইহুদিদের জন্য নয় হাজার বসতি নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে।সূত্র অনুযায়ী, জেরুজালেম শহরের পরিত্যক্ত বিমানবন্দরের কাছে কয়েক হাজার ইউনিট বসতি নির্মাণ করা হবে। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ওই এলাকা দখল করে নেয় ইহুদিবাদী ইসরায়েল।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: খুরশিদ আলম