ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক-প্রাইভেটকার এবং সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত এবং অপর পাঁচ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈদয়দাবাদ এবং মনকসাইর এলাকার মাঝামাঝি স্থানে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লামুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি প্রাইভেটকার এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত এবং অপর পাঁচ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন শিশু, একজন মহিলা এবং একজন পুরুষ। আহত পাঁচ জনের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন-ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়া গ্রামের বিল্লাল মিয়া (২২), কুমিল্লার মুরাদনগর উপজেলার খোরশেদ মিয়া (৬৯) এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নরসিংহপুর গ্রামের সালমান মিয়া (২৮)। অজ্ঞাত বাকি দুই আহতের একজন শিশু ও একজন মহিলা। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম মোছা চৌধুরী জানান, দুর্ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মা দিবসের ইতিহাস

প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনোর দাফন সোমবার