রাজশাহী মহানগর পুলিশের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রাজশাহী মহানগর পুলিশের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রশাসনিক কর্মকর্তা আবদুল লতিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই। সম্প্রতি এসব অভিযোগের তদন্ত চলছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশের বরিশাল রেঞ্জের সংযুক্ত করা হয়েছে।

 

সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এ বরখাস্তের আদেশ দেন।

 

রাজশাহী রেঞ্জ পুলিশের একজন পুলিশ সুপার আবদুস সালাম প্রশাসনিক আবদুল লতিফের অনিয়ম-দুর্নীতির তদন্ত করেন। তিনি পুলিশ সদর দফতরে প্রতিবেদন পাঠালে গত মাসে আবদুল লতিফকে ডেকে পাঠানো হয়। অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মাইনুর রহমান চৌধুরী (প্রশাসন) প্রশাসনিক কর্মকর্তা আবদুল লতিফকে তলব করেন। কিন্তু লতিফ সেখানে গিয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জের সংযুক্ত করার আদেশ দিয়েছেন আইজিপি।

 

আবদুল লতিফ জানিয়েছেন, তার বিরুদ্ধে করা অভিযোগগুলো সঠিক নয়। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে ফাঁসানো হয়েছে। অধিকতর তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বেইলি রোডে আগুন: ভবনের ব্যবস্থাপকসহ চারজন রিমান্ডে

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট