মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপটির অবস্থান দুর্বল

মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপটির অবস্থান দুর্বল

মধ্য বঙ্গোপসাগর এর কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল গুরুত্বহীন হয়ে পড়েছে

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।পরবর্তী ৩ দিনে বৃষ্টিপাত কমতে পারে এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যবিভাগে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া অন্যস্থানে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে। বাসস

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া