চাঁদপুরের মেঘনায় জেলেদের হামলায় ১০ পুলিশ আহত

চাঁদপুরের মেঘনায় জেলেদের  হামলায় ১০ পুলিশ আহত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় নৌ পুলিশের ১০ সদস্য আহত হয়েছে। তারা বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম (৪১), কনস্টেবল ফেরদৌস শেখ (২৬), কাউসার (৩০), আল মামুন (৩৪), আমিন (৩৪), হেলাল উদ্দিন (৫৪), নিলয় (২৮), মুনায়েম (২৬), নায়েক শাহজাহান (৪০), ইকবাল (৩৪)।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভিন বলেন, হামলা থেকে রক্ষা পেতে নৌ পুলিশ রাবার বুলেট ও ফাকা গুলি ছুড়ে। রবিবার সকালে নৌ-পুলিশ ঢাকা হেডকোয়ার্টার থেকে আসা দলটি চাঁদপুর সদর  উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকায় মেঘনা নদীতে অভিযানকালে জেলেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় জেলেদের নিক্ষিপ্ত ইটপাটকেলে নৌ পুলিশের সদস্যরা আহত হয়।

ঢাকা হেডকোয়াটার থেকে একটি লঞ্চ ও পাঁচটি স্পিডবোটযোগে নৌ পুলিশের দলটি মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে নামে।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষার্থে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সকল ধরনের মা শিকার নিষিদ্ধ করেছে সরকার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন