বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় সভায় উত্তেজনা

বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় সভায় উত্তেজনা

বরিশালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের পক্ষে শ্লোগান দেয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আজ শুক্রবার সকলে নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল বরিশাল বিভাগের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আজহারুল ইসলাম মুকুল কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সকালে সভা শুরুর আগেই মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমীর ও সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামানের নেতৃত্বে তাদের অনুসারীরা বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের নামে অবিরাম শ্লোগান দিতে থাকে। এতে সভার কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল। তারা মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধেও শ্লোগান দিতে থাকে।

এক পর্যায়ে সভার সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহসভাপতি ও বরিশাল বিভাগের দায়িত্বরত নেতা মো. ফরিদ উদ্দিন সভাস্থল থেকে উঠে গিয়ে শ্লোগানকারীদের কাছে জানতে চান তারা কারও পক্ষ হয়ে সভা ভন্ডুল করতে চান কি না। এনিয়ে সেখানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্লোগানকারীরা প্রধান ফটক ছেড়ে রাস্তার ওপর অবস্থান নিলে পুনরায় স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মো. ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন টিম লিডার ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আজহারুল হক মুকুল। এছাড়া সভায় যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান আরিফ, সহ-সাধারন সম্পাদক সরদার মো. নুরুজ্জামান, সহ-সাধারন সম্পাদক ফজলুল কবীর জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান পিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী

ছাত্রলীগ জোর করে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করছে: মির্জা ফখরুল