শেরপুরে শিশু ধর্ষণের ঘটনায় কৃষকলীগ নেতা রিমান্ডে

শেরপুরে শিশু ধর্ষণের ঘটনায় কৃষকলীগ নেতা রিমান্ডে

শেরপুরের নালিতাবাড়ীতে শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের ঘটনায় কৃষকলীগ নেতা হারুন-অর-রশিদের (৩৫) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ১১ অক্টোবর দুপুরে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, আগামীকাল তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।উল্লেখ্য, নালিতাবাড়ী উপজেলার গাছগড়া গ্রামের এক হতদরিদ্র দিনমজুরের শিশু কন্যা (১১) কাঁকরকান্দি ইউনিয়নের ঘাইলারা গ্রামের সুরুজ আলীর ছেলে কৃষকলীগ নেতা হারুন-অর রশীদের বাসায় গৃহকর্মীকে হিসেবে কাজ করতো। গৃহকর্মী ওই শিশুকে বেশ কিছুদিন ধরে নানা প্রলোভন ও ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছিল হারুন। পরে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটক করে রাখে হারুন। ওই ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক হারুন ও তার সহযোগীসহ মোট ৫ জনকে গ্রেফতার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বেইলি রোডে আগুন: ভবনের ব্যবস্থাপকসহ চারজন রিমান্ডে

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট