রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান

ঢাকাসারা দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে গণসংহতি আন্দোলন।

শনিবার (১০ অক্টোবর) গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, ‘রোববার ১১ বেলা ১১টায় গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এক প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি। এতে বক্তব্য রাখবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর ভিপি নুরুল হক নুরু, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু প্রমুখ। কর্মসূচিতে ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন। ’

নারীর ওপর অব্যাহত নিপীড়নের বিপরীতে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার প্রচেষ্টায় এ সমাবেশ সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করে গণ সংহতি আন্দোলন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী

ছাত্রলীগ জোর করে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করছে: মির্জা ফখরুল