হু’র আশঙ্কা বিশ্বে প্রতি ১০ জনের একজন করোনা আক্রান্ত

হু’র আশঙ্কা বিশ্বে প্রতি ১০ জনের একজন করোনা আক্রান্ত

চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস তার আক্রমণ অব্যাহত রেখেছে। নানান দেশে এর প্রতিষেধক তৈরির প্রক্রিয়া চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি।

এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও, হু) সতর্কতা জারি করে আশঙ্কা করছে বর্তমানে বিশ্বের প্রতি ১০ জনের একজন কোভিড-১৯ এ পজিটিভ।

ডব্লিউএইচও’র শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক বিশেষ সভা শেষে এমনটি জানানো হয়। যেখানে এক কর্মকর্তা জানান, বিশ্বের বেশিরভাগ অংশই এখন করোনার ঝুঁকিতে রয়েছে।

অফিসিয়াল হিসেবমতে, এখন পর্যন্ত ৩ কোটি ৫০ লাখের বেশি মানুষ করোনা রোগে আক্রান্ত হয়েছেন। তবে ডব্লিউএইচও অনুমান করছে, এই সংখ্যা ৮০ কোটির কাছাকাছি।

আর বিশেষজ্ঞরা দীর্ঘদিন থেকে বলে আসছেন, করোনা শনাক্তের সংখ্যা থেকে মূল আক্রান্তের হার আরও অনেক বেশি।

ডব্লিউএইচও’র সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে মূলত মহামারি সম্পর্কে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া আলোচনা করতে বৈঠক করা হয়। যেখানে ডব্লিউএইচও’র হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের ডিরেক্টর মাইক রায়ান জানান, বর্তমানে বিশ্বের লোকসংখ্যার ১০ শতাংশই করোনা আক্রান্ত।

করোনা শুরু হওয়ার ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এটি শেষ হওয়ার কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে কিছু দেশ এই ভাইরাসের দ্বিতীয় ওয়েভ টের পাচ্ছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন