শাহবাগে ছাত্র ইউনিয়ন গণভবন অভিমুখে পতাকা মিছিলের জন্য

শাহবাগে ছাত্র ইউনিয়ন গণভবন অভিমুখে পতাকা মিছিলের জন্য

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ে কালো পতাকা মিছিল করতে যাচ্ছে ছাত্র ইউনিয়ন।

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সারা দেশে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করছে তারা।

মঙ্গলবার সকালে শাহবাগে গিয়ে দেখা যায়, সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ জাদুঘরের সামনে জড়ো হতে শুরু করেছে। আন্দোলনকারীরা কালো পতাকা হাতে নিয়ে নানা ধরনের ধর্ষণবিরোধী স্লোগান দিচ্ছেন। কর্মসূচিতে উপস্থিত আছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, সাধারণ সম্পাদক অনিক রায়, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচি সম্পর্কে মেহেদী হাসান নোবেল বলেন, আমাদের আজকের কর্মসূচি হচ্ছে কালো পতাকা প্রদর্শন করে প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে যাত্রা। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। এমন স্বরাষ্ট্রমন্ত্রীর দরকার নেই। আমরা ধর্ষণের বিচার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার কারণে তার পদত্যাগের দাবিতে আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কালো পতাকা মিছিল করছি। আমরা চাই এই আন্দোলনের মাধ্যমে সারাদেশে গণজাগরণ তৈরি করে বাংলাদেশ থেকে ধর্ষণ নামক শব্দটিকে তুলে দিতে পারবো, মুছে দিতে পারবো।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি