ডিএনসিসির অভিযানে জরিমানা

ডিএনসিসির অভিযানে জরিমানা

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অষ্টমদিনের অভিযানে ৭০টি স্থাপনায় লার্ভা পাওয়া গিয়েছে।

আর এতে দেড় লক্ষাধিক টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে এ অভিযান পরিচালিত হয়।

এসময় ১৩ হাজার ২৮০টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবনে অভিযান করে মোট ৭০টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া সাত হাজার ৭৯০টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ১২টি পৃথক মামলায় মোট এক লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে এখন পর্যন্ত মোট এক লাখ ৫ হাজার ১৫১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৫৬৩টিতে এডিসের লার্ভা এবং ৬১ হাজার ৮১৩টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৮ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয় বলে নিশ্চিত করেছে ডিএনসিসি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী

দেশের রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন