মেয়াদ বাড়লো এলসির আওতায় আমদানি পণ্যের ঋণ সুবিধার

মেয়াদ বাড়লো এলসির আওতায় আমদানি পণ্যের ঋণ সুবিধার

ঢাকা: ব্যাক টু ব্যাক ঋণপত্রের (এলসি) আওতায় বাকিতে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে।

দুই শতাংশ সুদে এ তহবিলের অর্থ দিয়ে ব্যাক টু ব্যাক এলসির পাওনা পরিশোধের জন্য ২০২১ সালের ৩১ মার্চ পর‌্যন্ত সময় পাবেন রপ্তানিকারকেরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে চলমান পরিস্থিতি বিবেচনা করে ব্যাক টু ব্যাক এলসি সুবিধা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাক-ব্যাক এলসির নিষ্পত্তির জন্য ইডিএফ থেকে পুনরায় অর্থায়ন সুবিধা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। পুনঃতফসিল চাওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অবশ্যই নিশ্চিত করতে হবে।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে পুনঃঅর্থায়নের মেয়াদ ১৮০ দিন সুদের হার ২ শতাংশ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর ব্যাক টু ব্যাক এলসির পাওনা পরিশোধের সময় ৩৬০ দিন নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন