বুধবার আসতে পারে এইচএসসির ঘোষণা

বুধবার আসতে পারে এইচএসসির ঘোষণা

ঢাকা: স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী বুধবার (০৭ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিতে পারেন বলেও জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

গত ৩০ সেপ্টেম্বর অনলাইনে জুম মিটিংয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এ সপ্তাহের সোম-মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা ও তারিখসহ এইচএসসি পরীক্ষার বিষয়ে ঘোষণা আসতে পারে।

ওই দিন শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহের সোম-মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা ও তারিখসহ ঘোষণা (এইচএসসি পরীক্ষার বিষয়ে) করতে পারব।

তবে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত এ বিষয়ে কোন ঘোষণা আসেনি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কোন নির্দেশনা দিতে পারেন। এরপর জানা যেতে পারে।

প্রতি বছর এপ্রিল মাসের শুরুতে এসএসসি পরীক্ষা নেওয়া হলেও এ বছর বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে পরীক্ষা শুরু করা যায়নি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু