কাভানি ম্যানচেস্টার ইউনাইটেডে

কাভানি ম্যানচেস্টার ইউনাইটেডে

আক্রমণভাগ আরও শক্তিশালী করল ম্যানচেস্টার ইউনাইটেড। ফ্রি-ট্রান্সফারে থাকা পিএসজি’র সাবেক খেলোয়াড় এডিনসন কাভানির সঙ্গে চুক্তি করেছে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটি।

উরুগুয়ান এই স্ট্রাইকারের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে ম্যানইউ। গত জুনে পিএসজি’র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ৩৩ বছর বয়সী এই ফুটবলারের।

বিভিন্ন ক্লাবের জয়ে ৫৫৬টি ম্যাচ খেলে ৩৪১টি গোল করেছেন কাভানি। এর মধ্যে পিএসজি’র হয়ে ৩০১ ম্যাচ খেলে করেন ২০০ গোল। এছাড়া উগুরুয়ের হয়ে ১১৬টি ম্যাচ খেলে ৫০টি গোল রয়েছে তার।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কাভানির প্রথম ম্যাচটি হতে পারে সাবেক ক্লাব পিএসজি’র বিপক্ষে, ২০ অক্টোবর। এদিন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

নতুন মৌসুমটা আশানুরূপ হয়নি ম্যানইউ’র। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে ওলে গুনার সুলশারের দল। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১৬তম। কাভানির অংশগ্রহণে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লার সাম্রাজ্য ভেঙে বরিশালের লঞ্চে বিপিএল ট্রফি

নির্বাচনে জেতার পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব