চীন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত: শি জিনপিং

চীন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত চীন। রবিবার দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে এক অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট এমন প্রত্যয় ব্যক্ত করেন।

যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড নির্মাণের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেছেন তিনি। শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের এবং সময়ের সাথে তা আরও দৃঢ় হয়েছে।

কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার পর থেকেই দুই দেশ একে অন্যের প্রতি সব সময় শ্রদ্ধা দেখিয়েছে এবং সমান হিসেবে দেখেছে। বেড়েছে পারস্পরিক রাজনৈতিক আস্থা। করোনার বিরুদ্ধে লড়াইয়েও চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা করেছে।

এদিকে, চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ৩০

বাগআঁচড়া চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক