বিচারপতি মো. এমদাদুল হক অবসরে  

বিচারপতি মো. এমদাদুল হক অবসরে  

ঢাকাঅবসরে যাচ্ছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. এমদাদুল হক। সংবিধান অনুসারে বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ৩০ সেপ্টেম্বর তার শেষকর্ম দিবস।

এদিন তিনি অবসরে যাচ্ছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।

বিচারপতি মো. এমদাদুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়ে ১৯৭৮ সালের ২০ নভেম্বর মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পেয়েছিলেন। এরপর ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন।

পরবর্তীকালে ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পরে ২০০৬ সালের ২৩ আগস্ট তিনি স্থায়ী হন।

তিনি জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনিতে ট্রেনিং, কর্মশালা ও সেমিনারে যোগ দিয়েছিলেন। এছাড়া ভারত, মালয়েশিয়া ও ফিলিপাইন সফর করেছেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বেইলি রোডে আগুন: ভবনের ব্যবস্থাপকসহ চারজন রিমান্ডে

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট