বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ রাহি করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ক্যাম্পে থাকা ২৭ জন ক্রিকেটারের করোনা টেস্ট করানো হয়। তবে রাহি বাদে সবাই নেগেটিভ এসেছেন।
এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘পেস বোলার আবু জায়েদ রাহি কোভিড-১৯ এ পজিটিভ হয়েছেন। সে এখন বিসিবির গাইডলাইন অনুযায়ী আইসোলেশনে চিকিৎসা নেবেন। পরবর্তীতে তাকে আবারও টেস্ট করানো হবে। ’
এর আগে দেবাশীষ জানিয়েছিলেন, টেস্ট সিরিজকে সামনে রেখে আয়োজক শ্রীলঙ্গা ক্রিকেট বোর্ড (এসএলসি) ঢাকা ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে দুটি কোভিড-১৯ পরীক্ষা করাতে বলেছে। তারই অংশ হিসেবে প্রথম ধাপের করোনা টেস্ট করানো হয়েছে।
ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়। এই নিয়ে ২৭ জন ক্রিকেটারসহ মোট ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়।
এর আগে দুই দফায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হলেও তা বিসিবি নিজ উদ্যেগে করেছে বলে জানিয়েছেন দেবাশীষ চৌধুরী।