নিরপরাধ কাউকে মামলায় না জড়ানোর নির্দেশ

নিরপরাধ কাউকে মামলায় না জড়ানোর নির্দেশ

সংশ্লিষ্ট অপরাধে জড়িত নয়, এমন কাউকে মামলায় না জড়াতে তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম।

মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে ‘গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে নির্দেশনা ও আলোচনা সভায়’ তদন্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি।

বিএমপির অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম পেশাদারিত্বের সাথে নিষ্পত্তিযোগ্য মামলার যথাযথ তদন্ত দ্রুত সময়ে করা এবং মানবাধিকারের বিষয়ে আরও সজাগ দৃষ্টি রেখে নিরপরাধ কাউকে মামলায় হয়রানি না করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেন।

তবে এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন অতিরিক্ত পুলিশ কমিশনার।

সভায় মেট্রোপলিটনের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন, উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, উপ-কমিশনার (গোয়েন্দা) মো. মনজুরুল করীমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বেইলি রোডে আগুন: ভবনের ব্যবস্থাপকসহ চারজন রিমান্ডে

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট