বরিশাল: বরিশাল নগরীর বিভিন্ন রোডে অভিযান চালিয়ে রোগীদের হয়রানি ও প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া দালাল চক্রের ৮ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আলমগীর হোসেন (৩২), মাসুম (৪০), সাবু হাওলাদার (৫০), হানিফ হাওলাদার (৬৬), আনোয়ার হোসেন (৪৫), শাহীন মৃধা (৪৮), জামাল হোসেন (৪৮) ও আনোয়ার হোসেন (৪০)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন।
বিষয়টি নিশ্চিত করে ডিবির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, নগরের প্যারারা রোড, বাটার গলি এলাকায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় রোগীদের হয়রানি করা দালাল চক্রের আট সদস্যকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হয়।
নিরুপম মজুমদার জানান, বার বার সতর্ক করার পরও আটকরা তাদের কর্মকাণ্ড থেকে বিরত থাকেনি। তাই আইন অনুযায়ী তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।