দরিদ্র মানুষকে বিনামূল্যে দিতে হবে করোনার ভ্যাকসিন

ঢাকা: ‘করোনা ভাইরাসের ভ্যাকসিনের ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত। কিন্তু যাদের পয়সা আছে তারা ভ্যাকসিন পাবেন আর যাদের নেই তারা ভ্যাকসিন পাবেন না এমন পরিস্থিতি যেন না হয়।

করোনার ভ্যাকসিন বেরোলেই দেশের দরিদ্র মানুষ যেনো বিনামূল্যে তা পায় সেটি নিশ্চিত করতে হবে। ’

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দলের বনানী কার্যালয়ে অসুস্থ ও দুস্থ নেতাকর্মীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এ কথা বলেন।

করোনা চিকিৎসা সম্বন্ধে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, প্রতিটি সরকারি হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। যেসব হাসপাতালে করোনা ইউনিট নেই, সে হাসপাতালগুলোতে করোনা ইউনিট জরুরিভিত্তিতে চালু করতে হবে।

জাপা চেয়ারম্যান বলেন, করোনা নিয়ে দেশের মানুষ মারাত্মক বিভ্রান্তিতে আছে। কেউ জানে না করোনা সংক্রমণ বেড়েছে নাকি কমেছে। আবার করোনায় মৃত্যু হার বেড়েছে নাকি কমেছে তাও পরিষ্কার নয়। স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা ইউনিট ফাঁকা, চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে আছে। কিন্তু এখনো করোনারোগী নিয়ে মানুষ হাসপাতালে-হাসপাতালে ছোটাছুটির সংবাদ পাওয়া যাচ্ছে। এতে স্বাস্থ্যবিভাগের কাজের সমন্বয়হীনতা পরিষ্কারভাবে ফুটে উঠেছে।

তিনি বলেন, করোনা সংক্রমণ শুরু থেকেই দলের সাধারণ মানুষের পাশে আছে, সচেতনতা সৃষ্টি করতে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে জাপা।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, জাহাঙ্গীর আলম পাঠান ও সাংগঠনিক সম্পাদক হাজী নাসির উদ্দিন সরকার প্রমুখ।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণার পাঠক ছিলেন জিয়া: কাদের

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা