ঢাকা: জাতীয় সংসদের শূন্য হওয়া ঢাকা-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বিএনপির মনোনয়ন পেয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সালাহ উদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
এর আগে শনিবার বিকেলে চারটি আসনে ২৯ জন প্রার্থীর সাক্ষাৎকার নেয় বিএনপির মনোনয়ন বোর্ড।
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হলেও রোববার তাদের নাম ঘোষণা করা হয়নি।
জানতে চাইলে শায়রুল কবির বলেন, যে দু’টি আসনে তফসিল ঘোষণা হয়েছে সেই দুটির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি দু’টি এখনও তফসিল ঘোষণা হয়নি।