১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু টাওয়ার

১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু টাওয়ার

রাজশাহীতে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ২৫তলা বিশিষ্ট বঙ্গবন্ধু টাওয়ার। ‘জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ’র তত্ত্বাবধানে ‘রাজশাহী হাউজিং এস্টেটের সেক্টর-১’ এর উপশহর নিউমার্কেট এলাকায় অত্যাধুনিক এই টাওয়ার নির্মাণ করা হবে।

শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে টাওয়ারের নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজি নজরুল ইসলাম, সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার প্রমুখ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি