টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের ধেরুয়া রেল ক্রসিং থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানবাহনের ধীরগতি রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই ধীরগতি ও যানজট বিকেলেও অব্যাহত রয়েছে। দীর্ঘ যানজটের কারণে ১০ মিনিটের রাস্তা পার হতে সময় লেগে যাচ্ছে দেড় থেকে দুই ঘণ্টা। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহনগুলোকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।