বাংলাদেশ-হাঙ্গেরি ট্রেড কমিশন করতে আগ্রহী

বাংলাদেশ-হাঙ্গেরি ট্রেড কমিশন করতে আগ্রহী

ঢাকাবিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-হাঙ্গেরি একটি জয়েন্ট ট্রেড কমিশন করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ট্রেড কমিশনের বিষয়ে তারা খুব সিরিয়াস।

তারা বলেছে আগামী সপ্তাহের মধ্যে একটি জয়েন্ট ট্রেডের আইডিয়া প্রপোজাল আকারে পাঠাবে। আমরাও বলেছি প্রপোজাল পাঠানোর এক সপ্তাহের মধ্যে আমরাও সিদ্ধান্ত নেবো। এছাড়া ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, ওয়াটার ম্যানেজমেন্ট ও ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি একথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমার সঙ্গে আজ হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ও একজন প্রতিনিধি এসেছিলেন দেখা করতে, ব্যবসা সম্পর্কে কথা বলতে। ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে হাঙ্গেরি অন্যতম। তারই ধারাবাহিকতায় আমাদের একটি চুক্তিও হয়েছিল। এখন তারা এসেছে ব্যবসা-বাণিজ্য করা যায় কিনা। তাদের খুব ভালো প্রপোজাল আছে।

‘ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ও ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ে তাদের এক্সপার্টিজ রয়েছে। দুটো ব্যাপারেই তারা উৎসুক। বাংলাদেশে তারা বিনিয়োগ করতে চায়। আমরাও বলেছি এ দুটো ক্ষেত্রে আমাদের সুযোগ আছে। বিশেষ করে আমাদের কৃষিভিত্তিক জোন এলাকা রয়েছে। ’

তিনি বলেন, মূল যেটা আলোচনা হয়েছে যে দুটো দেশ একটি জয়েন্ট ট্রেড কমিশন করবে। সেই ট্রেড কমিশনে বসে এসব বিষয়ে আলোচনা হবে। তাদের আমরা কী সুবিধা দিতে পারি তারা আমাদের সঙ্গে কীভাবে কাজ করতে পারে সেসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে।

টিপু মুনশি বলেন, হাঙ্গেরির সঙ্গে বাণিজ্যিক লেনদেনে আমরা এক্সপোর্ট করেছি ১৫০ মিললিয়ন। তারা পাঠায় ১০ মিলিয়ন। তবে এবছর কিছুটা বেশি হয়েছে। কিন্তু সামনে কিছু সুযোগ রয়েছে আমাদের জন্য। যেহেতু তাদের অনেক নদী আছে, তাই তাদের ওয়াটার ম্যানেজমেন্টও ভালো।

তিনি বলেন, তৃতীয় একটি সেক্টর তারা মেনশন করেছে, তা হলো ফার্মাসিউটিক্যাল। আমরা বলেছি ট্রেড কমিশনে ফর্মালি আলোচনা করবো। তারা খুব সিরিয়াস। তারা বলেছে আগামী সপ্তাহের মধ্যে তারা একটি জয়েন্ট ট্রেডের বিষয়ে আইডিয়া প্রপোজাল পাঠাবে। আমরাও বলেছি তারা প্রপোজাল পাঠানোর এক সপ্তাহের মধ্যে আমরাও সিদ্ধান্ত নেবো।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুঁজিবাজারে সূচকের বড় পতন

আবার কমলো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ১৩ হাজার টাকা