লেবাননের বৈরুত বন্দরে অগ্নিকাণ্ড

লেবাননের বৈরুত বন্দরে অগ্নিকাণ্ড

বিস্ফোরণের ক্ষতে প্রলেপ না পড়তেই ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল লেবাননের শহর বেইরুট। রাজধানী বৈরুতের সমুদ্র বন্দরে এক মাস পূর্বে এক বড় ক্যামিকেল দুর্ঘটনায় প্রায় ২০০ মানুষ নিহত হয়েছিলেন। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

খবরে জানানো হয়, আগুন থেকে বেরুনো ধোঁয়ায় ঘটনাস্থল অন্ধকার হয়ে আসে। লেবাননের সেনাবাহিনী তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। তারা জানিয়েছে, একটি গুদামে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। সেখানে তেল ও টায়ার রাখা ছিল।

এটি বন্দরের শুল্কমুক্ত এলাকার বাইরে। আগুন নেভাতে কাজ করছে সেনাবাহিনীর হেলিকপ্টার।

স্থানীয় টিভি চ্যানেলগুলো জানিয়েছে, ঘটনার আসেপাশে থাকা প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বাড়িতে চলে যেতে বলেছে। পার্শ্ববর্তী আবাসিক এলাকার মানুষ ঘটনার পর আতঙ্কিত হয়ে পরে। তারা দ্রুত ওই স্থান ছেড়ে চলে যায়। কিছু ভিডিও ফুটেজে দেখা যায় আতঙ্কিত মানুষজন তাদের প্রতিবেশিদের আগুনের বিষয়ে সাবধান করছে এবং নিরাপদ দুরত্বে চলে যেতে বলছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মমতার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ গৃহীত

আরও তিন অঙ্গরাজ্য ট্রাম্পের ঝুলিতে