স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা রিপোর্ট সমন্বয় করবে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা রিপোর্ট সমন্বয় করবে

বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন সমন্বয় করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

রোহিঙ্গাদের নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের প্রসঙ্গ এলে মন্ত্রী বলেন, নিজ নিজ গোয়েন্দা শাখার প্রধানদের কাছে রিপোর্ট দেবে এবং সব রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে কম্পাইল হবে।

‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, সব ডিপার্টমেন্টকে নিয়ে একটি ইন্টিগ্রেটেড কমিটি থাকবে। গোয়েন্দা সংস্থাগুলো বিক্ষিপ্তভাবে কাজ করে, সমন্বয় করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। সব রিপোর্ট একত্রে নিয়ে প্রতিকার করতে সহজ হবে। সবগুলোকে এক ছাতার নিচে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ’

মন্ত্রী বলেন, সারাদেশে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখার যে বিভিন্ন বিভাগ আছে, তারা কী বলছেন বা কী মনে করছেন বা কী সাজেশন দিচ্ছেন এগুলো বন্ধ বা নিয়ন্ত্রণ করার জন্য কী করা উচিত? প্রত্যেককে ইন্ডিভিজ্যুয়াল আসছে, সেটাকে আমরা একত্রিত করে কী সিদ্ধান্ত নেওয়া যায় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিকারের ব্যবস্থা করতে পারে।

‘ওনাদের (গোয়েন্দা সংস্থা) কাজ আমরা অবজ্ঞা বা অবমূল্যায়ন করছি না বা বিবেচনায় দেওয়া হবে না, তা নয়। যারা নির্যাতিত, গোয়েন্দা সংস্থাগুলোর মেইন ফাংশন, কেন এ ঘটনা ঘটলো, উৎস কী বা যে সমস্ত ক্রাইম সেগুলো দেখার। হয়তো একেক গোয়েন্দা সংস্থার রিপোর্ট একেক রকম আসতে পারে, একই রকম আসতে পারে। সেজন্য আমরা একটা কমিটি গঠনের পরামর্শ দিয়েছি। সব শুনে একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিয়েছি, উনি কমিটি গঠন করবেন।’

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো দ্রুত সরানোর সুপারিশ

অপতথ্য রোধ করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই: তথ্য প্রতিমন্ত্রী