হোম শিক্ষাঙ্গন বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির ঘটনায় তদন্ত দলের প্রতিবেদন জমা

হোম শিক্ষাঙ্গন বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির ঘটনায় তদন্ত দলের প্রতিবেদন জমা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত দলের প্রতিবেদন জমা দিয়েছে।

রবিবার সন্ধ্যায় তদন্ত দলের সকল সদস্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদের নিকট প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনের বিষয়ে তদন্ত দলের প্রধান মো. আব্দুল কুদ্দুস মিয়া বলেন, আমরা সফলভাবে তদন্ত কাজ সম্পন্ন করেছি। আশা করছি প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসবে এবং আমাদের অবশিষ্ট কম্পিউটারগুলোও উদ্ধার হবে। এসময় তিনি গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন এবং এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা করেন।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৭ জনকে আটক করা হয়েছে এবং ৩৪ টি কম্পিউটার উদ্ধার করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি