অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ–সভাপতি পদে নির্বাচন করবেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান।
বাফুফে নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের শেষদিন ছিল সোমবার (০৭ সেপ্টেম্বর)।
শেষদিনে বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের প্যানেল থেকে সহ-সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। সোমবার দুপুরে ইমরুল হাসানের পক্ষে তার প্রতিনিধি বাফুফে ভবন থেকে সহ-সভাপতির জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
ফুটবলের উন্নয়নের জন্য শুরু থেকেই নিজ ক্লাবকে বেশ ভালোভাবেই পরিচালিত করে আসছেন তিনি। ইমরুল হাসানের হাত ধরেই বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে অভিষেক মৌসুমেই দু’টি শিরোপা জেতে বসুন্ধরা কিংস।
কাজী মো. সালাউদ্দিনের সম্মেলিত পরিষদ প্যানেল থেকে যারা নির্বাচনে দাড়িয়েছেন:
সভাপতি: কাজী মো. সালাউদ্দিন।
সিনিয়র সহ–সভাপতি: আবদুস সালাম মুর্শেদী।
সহ–সভাপতি: ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু ও আতাউর রহমান মানিক।
সদস্য: হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ ও নুরুল ইসলাম নুরু।