নিষিদ্ধ আফগানিস্তান কোচ ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে

নিষিদ্ধ আফগানিস্তান কোচ ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে

শাপাগিজা ক্রিকেট লিগের (এসসিএল) গত সংস্করণে আফগান জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায় কোচ নুর মোহাম্মদ লালাইকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার (০৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

 

এসসিএলের গত সংস্করণের কয়েকটি ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের স্পট-ফিক্সিংয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন লালাই। আফগান ঘরোয়া লিগের এই কোচকে নিষিদ্ধ করার ব্যাপারে এসিবি’র দুর্নীতি দমন বিভাগের সিনিয়র ম্যানেজার সাঈদ আনওয়ার শাহ কোরাইশি বলেন, ‘এটা খুবই হতাশাজনক এবং মারাত্মক অপরাধ, যেখানে ঘরোয়া লিগের জুনিয়র লেভেলের কোচ ২০১৯ সালের ঘরোয়া ক্রিকেট এসসিএলে দুর্নীতির সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, ‘এই কোচ, অ্যাজেন্ট হিসেবে, এসসিএলে জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ ফিক্সিংয়ের দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করেন। যদিও তিনি তাতে ব্যর্থ হোন। ’

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লার সাম্রাজ্য ভেঙে বরিশালের লঞ্চে বিপিএল ট্রফি

নির্বাচনে জেতার পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব