কমান্ড্যান্ট নিয়োগ,মেরিন একাডেমিতে

কমান্ড্যান্ট নিয়োগ,মেরিন একাডেমিতে

ঢাকানবনির্মিত চার মেরিন একাডেমির জন্য চারজন কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) নিয়োগ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

রংপুর মেরিন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন নৌ বাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। বরিশাল মেরিন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান। এছাড়া সিলেট ও পাবনা মেরিন একাডেমির কম্যান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) হলেন যথাক্রমে বাংলাদেশ মেরিন একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ বি এম শামীম ও ঊর্ধ্বতন নৌ-প্রশিক্ষক ক্যাপ্টেন মো. তৌফিকুল ইসলাম।

আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, নতুন চারটি মেরিন একাডেমি (বরিশাল, রংপুর , সিলেট ও পাবনা) নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫২১ কোটি ৪৬ লাখ টাকা।

২০১৫ সালে মেরিন একাডেমির নির্মাণ কাজ শুরু হয়। এরই মধ্যে চার একাডেমিতে ৫০ জন করে ২০০ জনের একাডেমিক কার্যক্রম (২০১৯-২০ বছর) শুরু হয়েছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পাকিস্তানের বিলম্বের সুযোগ নিয়ে ২ কোটি ডলারের সিগারেট রপ্তানি করল বাংলাদেশ

আমার অনেক ভাই শহীদ হয়েছে, আমি তো এখনও শহীদ হতে পারলাম না: ড. শফিকুর রহমান