১৫ দিন বাড়লো ধান-চাল সংগ্রহের সময়

১৫ দিন বাড়লো ধান-চাল সংগ্রহের সময়

ঢাকা: চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সরকারের ধান-চাল সংগ্রহের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়েছে খাদ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।

খাদ্য অধিদফতরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সরকারের ধান-চাল সংগ্রহের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বোরা ধান ও চাল সংগ্রহ করা যাবে। গত ৩১ আগস্ট ছিল ধান-চাল সংগ্রহের শেষ সময়।

জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ৮ লাখ টন ধান এবং ১০ লাখ টন সিদ্ধ চাল ও দেড় লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বোরো ধান গত ২৬ এপ্রিল থেকে কেনা শুরু হয়। ৭ মে থেকে শুরু হয় চাল সংগ্রহ। চলতি বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ধান, ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজি দরে আতপ চাল কেনা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্ধেকও ধান-চাল সংগ্রহ করতে পারেনি সরকার।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত ২ লাখ ৮ হাজার ৩৩৭ টন বোরো ধান, ৫ লাখ ৬৩ হাজার ৫৫৫ টন সিদ্ধ চাল ও ৮২ হাজার ৭৯৫ টন আতপ চাল সংগ্রহ করা হয়েছে।

 

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি

মন্ত্রিসভা কমিটির ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ