ভারতে টানা ৩ দিন সংক্রমণের রেকর্ড, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৬,৪৭২

ভারতে টানা ৩ দিন সংক্রমণের রেকর্ড, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৬,৪৭২

ভারতে গত একদিনে ফের সংক্রমণের রেকর্ড গড়েছে করোনা ভাইরাস। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭৬ হাজার ৪৭২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত একদিনে করোনায় আক্রান্ত হৎয়ে মারা গেছেন ১ হাজার ২১ জন। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ হাজার ৫৫০ জন। দেশটিতে এ পর্যন্ত ৩৪ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ৪৮ হাজার ৯৯৮ জন।

গত ৪ অগাস্ট থেকে বিশ্বে সাম্প্রতিক দৈনিক করোনা রোগী শনাক্তের দিকে দিয়ে শীর্ষে রয়েছে ভারত।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি