হারিকেন লরা’র তাণ্ডবে যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ১৪

হারিকেন লরা’র তাণ্ডবে যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ১৪

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাসে হারিকেন লরার তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্মকর্তা এমনটি জানিয়েছেন।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস তার রাজ্যে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, লুইজিয়ানায় ৪ লাখ ৬৪ হাজার ৮১৩ জন মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এদিকে টেক্সাস অঙ্গরাজ্য থেকেও আরো চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘণ্টায় ১৫০ মাইল বেগের ঝড়ো হাওয়া নিয়ে বৃহস্পতিবার লুইজিয়ানার ছোট শহর ক্যামেরনের ওপর দিয়ে ৪ মাত্রার এ ঘূর্ণিঝড়টি স্থলে উঠে আসে। পরে শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও লরার কারণে এখনো যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তুমুল বৃষ্টি হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হারিকেনের তাণ্ডবে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে শনিবার অঙ্গরাজ্য দুটিতে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ৩০

বাগআঁচড়া চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক