ঢাকা: শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রীর কবর জিয়ারত, কোরআন খতম, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকনের নেতৃত্বে এদিন সকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ির পারিবারিক কবরস্থানে কাজী জাফর আহমদের কবরে পুস্পমাল্য অর্পণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহমদ, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ চৌধুরী পাশা, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি কাজী ফয়েজ আহমদ, জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আলী আকবর মজুমদার, মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, জাতীয় পার্টির নেতা কাজী জাহিদ, কাজী শহিদ, কাজী শরিফ, কাজী জহির, ওবায়দুল হক পাটোয়ারী, জাফর আহম্মদ, খায়েরুল বাশার, কাজী ইমাম, লুৎফুর রহমান, দেলোয়ার হোসেন দেলুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টি ও উপজেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা কাজী জাফরের কবরে পুস্পস্তবক অর্পণ করেন।