ঢাকা: চট্টগ্রাম বন্দরে মজুদ বিপজ্জনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি অতিদ্রুত সরিয়ে নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং মো. আছলাম হোসেন সওদাগর অংশ নেন।
বৈঠকে চট্টগ্রাম বন্দরে মজুদ বিপজ্জনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি অতিদ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যমান নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও সংযোজন করে আইনটি যুগোপযোগী করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি করে এ বিষয়টি দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি আরও আধুনিকীকরণ এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যে সমস্ত প্রকল্প গ্রহণ করা জরুরি, সে সকল প্রকল্প নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাক্রমে দ্রুত বাস্তবায়নের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে রফিকুল ইসলাম বলেন, মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি বাস্তবায়িত হলে জাতি অনেক উপকৃত হবে এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কাজের গতি বাড়িয়ে প্রকল্পসমূহ দ্রুত সমাপ্ত করার জন্য কমিটি সুপারিশ করছে।
বৈঠকের শুরুতে মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।