নব্য জেএমবির সদস্য আটক

নব্য জেএমবির সদস্য আটক

ঢাকা: গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আসলাম উদ্দিন (২৩) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির এক সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

সোমবার (২৪ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জয়দেবপুরের মনিপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে জঙ্গিবাদী কার্যক্রম প্রচারণায় ব্যবহৃত দু’টি মোবাইল, আটটি সিমকার্ড ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

এটিইউর পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, দীর্ঘদিন ধরে আটক আসলাম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নব্য জেএমবির মতবাদ প্রচার করে আসছিলেন। তথাকথিত জিহাদের লক্ষ্যে মতাদর্শ প্রচারণা, সদস্য সংগ্রহ ও সশস্ত্র জঙ্গিবাদের উদ্ধুদ্ধ করতে অনলাইনে বিভিন্ন গ্রুপের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

‘আসলাম তার সহযোগী সদস্যদের কথিত ‘নীরব ঘাতক’ হতে উদ্ধুদ্ধ করতেন ও এনক্রিপ্টেড বিভিন্ন অ্যাপসে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। ’

মঙ্গলবার (২৫ আগস্ট) আসলামের বিরুদ্ধে জয়দেবপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এটিইউর এ কর্মকর্তা।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো দ্রুত সরানোর সুপারিশ

অপতথ্য রোধ করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই: তথ্য প্রতিমন্ত্রী