করোনায় বিপর্যস্ত ভারত, আক্রান্ত ছাড়ালো ৩০ লাখ, মৃত্যু ৫৬ হাজার

করোনায় বিপর্যস্ত ভারত, আক্রান্ত ছাড়ালো ৩০ লাখ, মৃত্যু ৫৬ হাজার

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ২৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ৪৪ হাজার ৯৪০ জনে দাঁড়ালো। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এছড়া গত একদিনে দেশটিতে ৯১২ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭০৬ জন। শনাক্ত রোগীর সংখ্যার হিসেবে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়।

তবে আশার খবর, ইতোমধ্যে দেশটিতে ২২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এতে দেশজুড়ে সুস্থতার হার ৭৪ দশমিক ৮৯ হার।

গত শুক্রবার একদিনে দেশটিতে রেকর্ড পরিমাণে করোনার পরীক্ষা চালিয়েছে। পরিসংখ্যানে বলা হয়েছে, শুক্রবার দেশটিতে ১০ লাখ ২৩ হাজার ৮৩৬ জনের করোনা টেস্ট করা হয়।

করোনা সংক্রমণে দেশটিতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই শনাক্ত রোগী সাড়ে ৬ লাখের বেশি। মারা গেছে ২১ হাজার ৯৯৫ জন। এরপরেই অবস্থান তামিল নাড়ু ও অন্ধ্র প্রদেশ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা