বিরল কীর্তির মালিক পাকিস্তানের বাবর আজম

বিরল কীর্তির মালিক পাকিস্তানের বাবর আজম

আইসিসি’র টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক বাবর আজম।

এর ফলে দ্বিতীয়বারের মতো ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটের র‍্যাংকিংয়েই শীর্ষ পাঁচে জায়গা করে নেওয়ার বিরল কীর্তি গড়লেন এই ডানহাতি।

বাবরের মতো একসঙ্গে তিন ফরম্যাটেই শীর্ষ পাঁচে তো দূরের কথা, শীর্ষ দশে জায়গা করে নেওয়ারই কীর্তি আছে শুধু ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির।

পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে টেস্ট র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে ছিলেন বাবর। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৭ বলে ৪৭ রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে, যা তাকে র‍্যাংকিংয়ে অজি ওপেনার ওয়ার্নারকে ছাড়িয়ে যেতে সাহায্য করেছে। ম্যাচটি অবশ্য বৃষ্টি বাগড়ায় শেষ পর্যন্ত ড্র’তে শেষ হয়েছে।

বাবর আজম টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে আছেন অনেকদিন থেকেই। ২৬ বছর বয়সী ব্যাটসম্যান গত দুই বছর ধরে ৫০-এর বেশি গড় নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে আছেন তৃতীয় স্থানে। ৫০ ওভারের ক্রিকেটে তার চেয়ে এগিয়ে আছেন দুই ভারতীয় বিধ্বংসী ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা।

আগের মতোই টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে আছেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এরপরের তিন স্থানে অবস্থানে আছেন যথাক্রমে বিরাট কোহলি, মার্নাস লাবুশানে এবং কেন উইলিয়ামসন। বাবরের বর্তমান রেটিং পয়েন্ট ৭৯৮। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮১২। অর্থাৎ, সিরিজের তৃতীয় টেস্টে ভালো করতে পারলে তৃতীয় স্থানটি দখল করতে পারবেন বাবর।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান শান মাসুন দ্বিতীয় টেস্টে ব্যর্থ হওয়ায় শীর্ষ ২০ ব্যাটসম্যানের তালিকা থেকে ছিটকে গেছেন। পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস টেস্ট বোলারদের শীর্ষ দশে প্রবেশ করেছেন। ৭৮৫ পয়েন্ট নিয়ে তার অবস্থান অষ্টম স্থানে।

অন্যদিকে সিরিজের প্রথম টেস্টে ইংলিশদের জয়ের নায়ক স্টুয়ার্ট ব্রড একধাপ এগিয়েছেন। নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়াগনারকে সরিয়ে দুইয়ে উঠে এসেছেন ইংলিশ পেসার। দুই ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন আরেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তবে আগের মতোই টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে আছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন