বিভিন্ন জেলায় ট্রাকে করে ঘুরেতেন ভ্রাম্যমাণ ডাকাত দল, গ্রেফতার ৫

বিভিন্ন জেলায় ট্রাকে করে ঘুরেতেন ভ্রাম্যমাণ ডাকাত দল, গ্রেফতার ৫
পাবনা প্রতিনিধি : বিভিন্ন জেলার সড়কে-মহাসড়কে ট্রাকে নিয়ে ঘুরে বেড়াতেন ভ্রাম্যমাণ ডাকাতের দল। আর পথে যেখানেই সুযোগ পেতেন সেখানেই শুরু করতেন ডাকাতি।এমন আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ।বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী।গ্রেফতারদের বাড়ি বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। তাদের কাছ থেকে ডাকাতির কাছে ব্যবহৃত ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।পুলিশ সুপার বলেন, গত ২৩ মার্চ পাবনার ঈশ্বরদীর জয়নগর পাটশালার মোড়ে দাশুরিয়া-রুপপুর মহাসড়কের পাশে রাকিবুল হাসানের চাউল ও মুড়ি উৎপাদনের চাতাল মিলে ডাকাতি করে এই চক্রটি। চাতালের নাইটগার্ডের হাত-পা ও মুখ বেধে ডাকাতি করে পালিয়ে যান তারা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পাবনা জেলা পুলিশ।পুলিশ সুপার বলেন, আটকরা সবাই পেশাদার ডাকাত। তারা ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন এবং সময় সুযোগ বুঝে ডাকাতি করেতেন। বিশেষ করে মহাসড়কের পাশে যেসব প্রতিষ্ঠান আছে সেসব প্রতিষ্ঠানকে টার্গেট করে ডাকাতি করা হতো। গ্রেফতারের সময় তাদের কাছে থেকে একটি ট্রাক, একটি মোটরসাইকেল, হাসুয়া, ডাকাতিকৃত চাউল, মুড়িসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।গ্রেফতার ডাকাত সদস্যদের নামে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই, হত্যা ও মাদকসহ ৪-৮টি পৃথক পৃথক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জিয়াউর রহমান এবং সদর সার্কেল ডি এম হাসিবুল বেনজীর, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত (ওসি) অরবিন্দ সরকতার, ডিবি ওসি মো. ইমরান আহম্মেদ তুহিন প্রমুখ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী

দেশের রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন