একাদশ শ্রেণির ভর্তি ফি বিকাশে

একাদশ শ্রেণির ভর্তি ফি বিকাশে

২০২০ শিক্ষাবর্ষের অধীনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি এখন বিকাশ করা যাবে কোনো চার্জ ছাড়াই। আর নিশ্চিন্তে ভর্তি ফি বিকাশ করা যাবে ঘরে বসেই।এছাড়া অ্যাপ থেকে ভর্তি ফি বিকাশ করলে স্টুডেন্টদের জন্য বিকাশ বিবিসি জানালার ইংলিশ কোর্সের সাবস্ক্রিপশন দেবে ফ্রি-তে। এজন্য প্রথমে বিকাশ অ্যাপ থেকে ‘পে বিল’ সিলেক্ট করতে হবে।এরপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ট্যাপ করে XI Class Admission সিলেক্ট করতে হবে। তারপর বোর্ডের নাম, পাসের বছর সিলেক্ট করে রোল নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে। ফি-এর পরিমাণ চেক করে বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে ‘পে বিল’ করতে হবে। সঙ্গে সঙ্গেই মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ আসবে এবং একই সঙ্গে অ্যাপে বিলের ডিজিটাল রিসিট জেনারেট হবে। মোবাইলের কনফার্মেশন এসএমএসটি পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক উবায়দুল কবীর চৌধুরী

পুঁজিবাজারে সূচকের বড় পতন